কংক্রিট কি? ও কত প্রকার?

> কংক্রিট ধরনের কৃত্রিম পাথর বিশেষ।

✓ কংক্রিট কত প্রকার ও কি কি?

> কংক্রিট প্রধানত চার প্রকার।

১) সিমেন্ট কংক্রিট।
২) আরসিসি কংক্রিট।
৩) লাইম কংক্রিট।
৪) প্রি-স্ট্রেসড কংক্রিট।

১) সিমেন্ট কংক্রিট।

উপাদান:- সিমেন্ট, বালি, পানি,
ব্যবহার:- এটি সাধারণত ব্লক, মেঝে, রিটেইনিং ওয়াল ও ইত্যাদি কাজে ব্যবহার হয় থাকে।

২) আরসিসি কংক্রিট।

উপাদান:- সিমেন্ট, বালি, খোয়া, মাইল্ড স্টিল রড,পানি।
ব্যবহার:- বীম, কলাম, স্ল্যাব, সানশেড, রেলিং, ড্রপ ওয়াল, সিঁড়ি, পানির ট্যাংক, ও ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে।

৩) লাইম কংক্রিট।

উপাদান:- চুন, সুরকি, খোয়া, পানি।
ব্যবহার:- সাধারনত জল ছাদে ব্যবহার হয়ে থাকে।

৪)  প্রি-স্ট্রেসড কংক্রিট।

উপাদান:- সিমেন্ট, বালি, খোয়া, হাই টেন্সাইল স্টিল,পানি।
ব্যবহার:-  বীম, কলাম, স্ল্যাব, ব্রীজ, ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে।







Post a Comment

1 Comments